দান বৈধ হওয়ার শর্তবলী:
হেবা কী ? ?
দানকে মুসলিম আইনে হেবা বলে। সম্পত্তি হস্তান্তর আইন 1882এর 122 ধারায় বলা হয়েছে কোন সম্পত্তি দাতা কর্তৃক কোন ব্যক্তিকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এর কোন পণ গ্রহণ না করে তাৎক্ষণিকভাবে হস্তান্তর করলে এবং গ্রহীতা বা তার পক্ষে কোন ব্যক্তি সেটি গ্রহণ করলে তাকে দান বা হেবা বলে।
দান বৈধ হওয়ার শর্তবলী:
1. দাতা কর্তৃক দানের (ইজাব) ঘোষণা প্রদান।
2. গ্রহীতা বা তার পক্ষ হতে দান গ্রহন (কবৃল) করা
3. দাতা কর্তৃক গ্রহীতাকে দানকৃত সম্পত্তির দখল প্রদান। দান গ্রহণের পূবেই গ্রহীতা মারা গেলে দান বাতিল হয়ে যাবে।
দানের উপাদানসমূহ:
ক) দাতার জীবনকালের মধ্যে দান কার্য সম্পন্ন হতে হবে।
খ) দান গ্রহণের পূবে দাতার মৃত্য হলে দান বাতিল বলে গণ্য হবে।
গ) দানের সময় সম্পত্তিতে দাতার মালিকানা ও দখল থাকতে হবে।
ঘ) দান স্বেচ্ছায় এবং পণবিহীন হতে হবে।
ঙ)দাতাকে সুস্থ মস্তিস্কসম্পন্ন ও সাবালক হতে হবে।
চ) দান গ্রহীতা মানসিক ভারসাম্যহীন বা নাবালক হলে তার পক্ষে অভিভাবক দান গ্রহন করতে পারবেন।
ছ) মুসলিম আইন অনুযায়ী দাতা তার সমুদয় সম্পত্তি যে কাউকে দান করতে পারেন। তবে দায়ভাগ মতে একজন হিন্দু যাদের ভরণপোষণে আইনত বাধ্য তাদের জন্য উপযুক্ত বব্যস্থা রাখার পর বাকী সম্পত্তি দান করতে পারেন।
জ) দখল হস্তান্তরের পুর্বে দান প্রত্যাহার করা যায়। দখল হস্তান্তরের পরে দান প্রত্যাহারের জন্য আদালতের ডিক্রী লাগবে।
দানকে মুসলিম আইনে হেবা বলে। সম্পত্তি হস্তান্তর আইন 1882এর 122 ধারায় বলা হয়েছে কোন সম্পত্তি দাতা কর্তৃক কোন ব্যক্তিকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এর কোন পণ গ্রহণ না করে তাৎক্ষণিকভাবে হস্তান্তর করলে এবং গ্রহীতা বা তার পক্ষে কোন ব্যক্তি সেটি গ্রহণ করলে তাকে দান বা হেবা বলে।
দান বৈধ হওয়ার শর্তবলী:
1. দাতা কর্তৃক দানের (ইজাব) ঘোষণা প্রদান।
2. গ্রহীতা বা তার পক্ষ হতে দান গ্রহন (কবৃল) করা
3. দাতা কর্তৃক গ্রহীতাকে দানকৃত সম্পত্তির দখল প্রদান। দান গ্রহণের পূবেই গ্রহীতা মারা গেলে দান বাতিল হয়ে যাবে।
দানের উপাদানসমূহ:
ক) দাতার জীবনকালের মধ্যে দান কার্য সম্পন্ন হতে হবে।
খ) দান গ্রহণের পূবে দাতার মৃত্য হলে দান বাতিল বলে গণ্য হবে।
গ) দানের সময় সম্পত্তিতে দাতার মালিকানা ও দখল থাকতে হবে।
ঘ) দান স্বেচ্ছায় এবং পণবিহীন হতে হবে।
ঙ)দাতাকে সুস্থ মস্তিস্কসম্পন্ন ও সাবালক হতে হবে।
চ) দান গ্রহীতা মানসিক ভারসাম্যহীন বা নাবালক হলে তার পক্ষে অভিভাবক দান গ্রহন করতে পারবেন।
ছ) মুসলিম আইন অনুযায়ী দাতা তার সমুদয় সম্পত্তি যে কাউকে দান করতে পারেন। তবে দায়ভাগ মতে একজন হিন্দু যাদের ভরণপোষণে আইনত বাধ্য তাদের জন্য উপযুক্ত বব্যস্থা রাখার পর বাকী সম্পত্তি দান করতে পারেন।
জ) দখল হস্তান্তরের পুর্বে দান প্রত্যাহার করা যায়। দখল হস্তান্তরের পরে দান প্রত্যাহারের জন্য আদালতের ডিক্রী লাগবে।
Comments
Post a Comment