প্রশ্নোত্তরঃ (বাড়িওয়ালা কতৃক উচ্ছেদ )

প্রশ্নোত্তরঃ (বাড়িওয়ালা কতৃক উচ্ছেদ ) 

আমার সঙ্গে আমার বাড়িওয়ালার চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মাসের ৩০ তারিখ। এটি আমার ব্যবসা প্রতিষ্ঠান। বাড়িভাড়া নেওয়ার সময় কথা ছিল তিনি চুক্তি বৃদ্ধি করবেন এবং আগামী পাঁচ বছরের মধ্যে আমাকে উচ্ছেদ করবেন না। 

অথচ এখন তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন যেন আমি চলে যাই। আমার ব্যবসাও এখন জমজমাট। এই মুহূর্তে আমাকে বাড়ি ছাড়তে হলে আমি আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হব। আমি এখন কী করব?
লায়লা, ঢাকা

সমাধান: আপনার সঙ্গে বাড়িওয়ালার লিখিত যেই চুক্তি হয়েছে আইনত সেটাই বৈধ। এর বাইরে তার বিরুদ্ধে করার মতো আপনার কিছুই নেই।

আপনি ঢাকা জেলা জজ কোর্টে বাড়িওয়ালা যেন আপনাকে উচ্ছেদ না করেন তার জন্য নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করতে পারেন। কারণ এটি আপনার ব্যবসা প্রতিষ্ঠান। এটি যে কেউ ইচ্ছা করলেই যখন তখন বন্ধ করতে পারেন না।

তবে শর্ত এই যে আপনি যদি অন্য কোনো ডিফল্টার না হন যেমন বাড়িভাড়া যদি নিয়মিত পরিশোধ করেন বা অন্যান্য আনুষঙ্গিক খরচাদি যদি সঠিকভাবে পরিশোধ করেন তাহলে আমার বিশ্বাস আদালত আপনার পক্ষেই অবস্থান নেবেন।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা