এডভোকেট হতে হলে একজন ব্যক্তিকে কি করতে হবে?

এডভোকেট হতে হলে একজন ব্যক্তিকে কি করতে হবে?

এডভোকেট হতে হলে একজন ব্যক্তিকে দুই প্রকার শর্ত পূরন করতে হবে:

প্রথম শর্ত অনুচ্ছেদ ২৭(১) 

১. তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে; এবং
২. ২১ বছর বয়স পূর্ণ করতে হবে; এবং 
৩. নিম্বের যেকোন একটি যোগ্যতা অর্জন করতে হবে;

(i) বাংলাদেশ সীমার মধ্যে অবস্থিত কোন বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রী থাকতে হবে; বা
(ii) বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত বাংলাদেশের বাইরে কোন বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে bachelor degree থাকতে হবে; অথবা
(ii) তিনি একজন ব্যারিস্টার-এট-ল ।

দ্বিতীয় পর্যায়ের শর্তঃ

(১) উপরোক্ত প্রাথমিক শর্ত পূরণ সাপেক্ষে একজন ব্যক্তিকে এডভোকেট হতে হলে তাকে বার কাউন্সিলের নির্দেশিত 'A' ফরমে আবেদন করতে হবে। উক্ত ফরমে নিম্নোক্ত সংযোক্তি করতে হবেঃ

(i) আবেদনকারীর জন্মের সনদের সন্তোষজনক সাক্ষ্যপ্রমান;
(ii) অনুচ্ছেদ ২৭ অনুযায়ী যোগ্যতার সন্তোষজনক সাক্ষ্যপ্রমান;
(ii) আবেদনকারীর চরিত্র ও আচরন সম্পর্কে ভালো অবস্থানরত দুইজন ব্যক্তির প্রশংসাপত্র;
(iv) ফরম 'A'- তে উল্লিখিত তথ্য সত্য ও নির্ভূল মর্মে একটি এফিডেফিট প্রদান করতে হবে;
(v) ১,২০০.০০ টাকা প্রদানের রশিদ প্রদান করতে হবে (বিধি ৫৯, বাংলাদেশ লিগাল প্রাকটিশনারস্ এবং বার কাউন্সিল বিধি-১৯৭২)

(২) এডভোকেট হিসেবে স্বীকৃতি পাবার পূর্বে তাকে একজন ১০ বছরের অভিজ্ঞ এডভোকেটের চেম্বারে ধারাবাহিক ছয় মাস শিক্ষানবীশ কাল অতিক্রম করতে হবে (বিধি-৬০)।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা