অর্ধশত আইন কাগুজে বাঘ !!!দেশে প্রায় অর্ধশত আইনের কোন প্রয়োগ বা কার্যকারিতা নেই।

অর্ধশত আইন কাগুজে বাঘ !!!দেশে প্রায় অর্ধশত আইনের কোন 
প্রয়োগ বা কার্যকারিতা নেই।
আইনগুলো নামেমাত্র প্রচার ও
নথিপত্রে লিপিবদ্ধ থাকলেও
সরকারের সংশ্লিষ্টদের কার্যকর
ব্যবস্থাপনাহীনতার কারণে এর
প্রয়োগ
বা কার্যকারিতা বলতে কিছুই নেই,
ফলে এই আইনগুলো 'কাগুজে বাঘে'
পরিণত হয়েছে।
প্রয়োগবিহীন অকার্যকর আইনগুলোর
মধ্যে উল্লেখযোগ রয়েছেঃ-
বিশুদ্ধ খাদ্য আইন'১৯৫৯,
গ্রাম আদালত আইন'২০০৬,
মাতৃদুগ্ধ বিকল্প, ভবঘুরে, নিরাশ্রয়
(পূনর্বাসন) আইন'২০১১,
ট্রেডমার্ক আইন'২০০৯, নিরাপদ রক্ত
পরিসঞ্চালন আইন'২০০২,
মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন
আইন'১৯৯৯,
বাংলাদেশ পানি আইন'২০১৩,
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক
ব্যবহার আইন'২০১০,
কপিরাইট আইন'২০০০,
পারিবারিক সহিংসতা (প্রতিরোধ
ও সুরক্ষা) আইন'২০১০,
পলিথিন নিয়ন্ত্রণ আইন'২০০০,
নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ
আইন'২০১৩,
বাংলা ভাষা প্রচলন আইন'১৯৮৭,
পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন'২০১২,
মোটরযান নিয়ন্ত্রণ অধ্যাদেশ'১৯৮৩,
ভোজ্যতেলে ভিটামিন "এ" সমৃদ্ধকরণ
আইন'২০১৩, তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি আইন'১৯৯৫,
জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ
(সুরক্ষা প্রদান) আইন'২০১১,
বন্যপ্রাণী সংরক্ষণ আইন,২০১২---
ইত্যাদি ।
সরকার ও প্রশাসন উদ্দ্যোগী এবং জনগণ
সচেতন হলে এ আইনগুলো কার্যকর ও
প্রয়োগ করা যেত। এ আইনের
অধীনে মামলা করলে আদালত প্রয়োগ
করতে পারে। কিন্তু জনগণের
সচেতনতার অভাবে এসব আইনে কোন
মামলা হয় না। অজ্ঞাত
কারণে সরকার ও প্রশাসন
এগুলো বাস্তবায়নের কোন উদ্দ্যোগ
নেয় না। এ আইনগুলো লঙ্ঘণের
দায়ে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ড/
মৃত্যূদন্ড ও অর্থদন্ডের বিধান রয়েছে। এ
আইনগুলো কার্যকর ও প্রয়োগ
এবং জনগণকে সচেতন করতে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে উদ্দ্যোগ নিতে হবে॥

Comments

  1. কারো যদি কোন নির্দিষ্ট বিষয়ে জানার ইচ্ছা থাকে, বা কোন আইনি বিষয় আমাদের সাথে শেয়ার করতে চান,
    এখানে সব ধরনের আইনি জিজ্ঞাসার উত্তর নিয়ে আলোচনা করে থাকে ! যারা আগ্রহী তারা Like দিয়ে পেজের সাথে থাকুন।https://www.facebook.com/bangladeshilaw9

    ReplyDelete
  2. আপনার বেশীর লেখাই তো আমার ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা