জেলা প্রশাসক বা ডিসির কাজ বা ক্ষমতাঃ

জেলা প্রশাসক বা ডিসির কাজ বা ক্ষমতাঃ

জেলা প্রশাসককে ক্ষমতা দেয়া হয়েছে সরকারের পলিসি বাস্তবায়ন, জনকল্যাণ ও সেবা নিশ্চিত করার কাজ তদারকি করার। তার ক্ষমতা আছে যে কোনো বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার, সচিব, মন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি পরামর্শ/আলাপ করার এবং সামরিক বাহিনী তলব করার।

জেলা প্রশাসক অনিয়ম দেখলে কাজ বন্ধ করতে পারেন। কোনো ব্যক্তি আইনশৃঙ্খলার জন্য হুমকি হলে তাকে গ্রেফতার করার নির্দেশ দেন, ডিটেনশনে রাখতে পারেন, এমনকি কোনো কর্মকর্তাকে কাজ করা থেকে বিরত রাখতে পারেন এবং সে সম্পর্কে প্রতিবেদন দেন।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা