বর্তমান সময় কালের সবচেয়ে অালোচিত অপরাধ গোপন ক্যামেরা য় ধারন কৃত অশল্মিল ভিডিও ইনটারনেটে প্রকাশ ও পর্নোগ্রাফি সম্পর্কে কিছু গুরূত্ত পূর্ন তথ্য::
১)কোন ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করিলে বা উৎপাদন করিবার জন্য চুক্তি করিলে বা কোন নারী পুরূষ বা শিশুকে অংশগ্রহণ করতে বাধ্য করলে বা কোন নারী পুরূষের অগ্ঞতে স্তির চিত্র বা ভিডিও চিত্র ধারন করলে তার এরূপ কাজ অপরাধ বলে গন্য হবে এবং এর শাস্তি হবে:
সর্বোচ্চ ৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

২)কোন ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোন ব্যক্তির সামাজিক বা ব্যক্তি মর্যাদা হানি করলে বা ভয় ভীতি র মাধ্যমে উক্ত ব্যক্তিকে মানুষিক নির্যাতন করলে তার শাস্তি হবে:

৫ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড এবং ২ লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড।

৩)কোন ব্যক্তি পর্নোগ্রাফি প্রদর্শন এর মাধ্যমে গন উপদ্রব সৃষ্টি করলে তার শাস্তি হবে:

২ বছর পর্যন্ত সশ্রম কারা দন্ড এবং ১ লক্ষ টাকা পর্যনড জরিমানা।

৪) কোন ব্যক্তি ইন্টারনেট বা মোবাইল বা কোন ইলেকট্রনিক ডিভাইস এর মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে তার শাস্তি হবে:

৫ বছর সশ্রম কারাদন্ড এবং ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

৫) কোন ব্যক্তি পর্নোগ্রাফি ভাড়া বা বিক্রয় বাবিতরন বা প্রচার করলে তার শাস্তি হবে:

২ বছর সশ্রম কারাদন্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা 

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা