* আসামীর ব্যক্তিগত হাজিরা মওকুফ **

* আসামীর ব্যক্তিগত হাজিরা মওকুফ **
ফৌজদারী কার্যবিধি আইনের ২০৫ ধারা মতে আদালত জামিনে থাকা আসামীর আবেদন বিবেচনায়, মামলার যে কোন পর্যায়ে, যে কোন সময়ের জন্য আসামীর ব্যক্তিগত হাজিরা (ধার্য্য তারিখে উপস্থিতি) মওকুফ পেতে পারেন।

এ ক্ষেত্রে নিম্ন লিখিত অবস্থায় আদালত ফৌঃ কাঃ আইনের ২০৫ ধারার আবেদন বিবেচনায় নেয়ঃ-
১। আসামী মহিলা, শিশু, ছাত্র, বৃদ্ধ বা হীনবল কিনা।
২। আসামী চাকুরীজীবী, পরীক্ষার্থী বা হজ্ব যাত্রী কিনা।
৩। আসামী অসুস্থ্য বা অপরাধ কম কিনা।

Comments

  1. লেখাটার লেখকের নাম কোথায়?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা