পোষা প্রাণীর ক্ষেত্রে সাবধানতা
পোষা প্রাণীর ক্ষেত্রে সাবধানতা
অনেকে শখ করে বাড়িতেকুকুর পোষেণ। কুকুর যাতে মানুষকে কামড়াতে না পারে সে বিষয়ে সাবধানতা অবলম্বন করতে কুকুরের মালিক বাধ্য । একইভাবে গরু, ঘোড়া, শূকর, বিড়ালসহ যে কোন প্রাণী যারা পোষেণ তাদের খেয়াল রাখতে হবে যেন আপনার পোষা প্রাণী অন্যের বিপদের কারণ না হয়। এ ক্ষেত্রে যে কোন প্রকার অবহেলা দন্ডবিধি অনুসারে অপরাধ বলে গণ্য হবে।
দন্ডবিধির ২৮৯ ধারা অনুসারে যে ব্যক্তি জ্ঞাতসারে বা অবহেলা করে তার দখলভূক্ত কোন প্রাণী সম্পর্কে – সেই প্রাণী হতে উদ্ভূত মানুষের জীবনের প্রতি কোন সম্ভাব্য বিপদের বা কোন সম্ভাব্য গুরুতর আঘাতের বিরুদ্ধে যথেষ্ট সতর্কতা অবলম্বনের জন্য প্রয়োজনীয় আদেশ পালনে ত্রুটি করে সেই ব্যক্তি প্রাণী সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণের অপরাধে অপরাধী হবে। এ অপরাধের শাস্তি ৬ মাস পর্যন্ত কারাদন্ড হতে পারে বা অর্থদন্ড যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয়বিধ দন্ডহতে পারে। এ ধারায় অভিযোগ প্রতিষ্ঠিত করতে হলে নিম্নলিখিত তথ্যাবলী প্রমাণ করতে হয়ঃ
১। কোন প্রাণী অভিযুক্ত ব্যক্তির দখলে ছিল।
২। মানুষের জীবনের সম্ভাব্য বিপদ বা গুরুতর আঘাত উক্ত প্রাণী দ্বারা যাতে না হতে পারে সে ব্যাপারে অভিযুক্ত ব্যক্তি যথেষ্ট সাবধানতা গ্রহণ করেননি।
৩। অভিযুক্ত ব্যক্তি সম্ভাব্য বিপদের কথা জানতেন বা তিনি অবহেলা করে কোনরূপ সাবধানতা অবলম্বন করেন নি।
দন্ডবিধির ২৮৯ ধারা অনুসারে যে ব্যক্তি জ্ঞাতসারে বা অবহেলা করে তার দখলভূক্ত কোন প্রাণী সম্পর্কে – সেই প্রাণী হতে উদ্ভূত মানুষের জীবনের প্রতি কোন সম্ভাব্য বিপদের বা কোন সম্ভাব্য গুরুতর আঘাতের বিরুদ্ধে যথেষ্ট সতর্কতা অবলম্বনের জন্য প্রয়োজনীয় আদেশ পালনে ত্রুটি করে সেই ব্যক্তি প্রাণী সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণের অপরাধে অপরাধী হবে। এ অপরাধের শাস্তি ৬ মাস পর্যন্ত কারাদন্ড হতে পারে বা অর্থদন্ড যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয়বিধ দন্ডহতে পারে। এ ধারায় অভিযোগ প্রতিষ্ঠিত করতে হলে নিম্নলিখিত তথ্যাবলী প্রমাণ করতে হয়ঃ
১। কোন প্রাণী অভিযুক্ত ব্যক্তির দখলে ছিল।
২। মানুষের জীবনের সম্ভাব্য বিপদ বা গুরুতর আঘাত উক্ত প্রাণী দ্বারা যাতে না হতে পারে সে ব্যাপারে অভিযুক্ত ব্যক্তি যথেষ্ট সাবধানতা গ্রহণ করেননি।
৩। অভিযুক্ত ব্যক্তি সম্ভাব্য বিপদের কথা জানতেন বা তিনি অবহেলা করে কোনরূপ সাবধানতা অবলম্বন করেন নি।
এটি একটি কপি করা পোষ্ট যা www.lawhelpbd.com থেকে বিনা অনুমতিতে নেওয়া হয়েছে, আরো ভালো ভালো লেখার জন্য ভিজিট করুন http://www.lawhelpbd.com, বাংলায় সহযে আইন বুঝুন। Get Law Help in bangla
ReplyDeleteধন্যবাদ।